একটা কাগজের টুকরো পেলাম
লেখাগুলো খুব অস্পষ্ট
হয়তো আমার চোখের জ্যোতি  কমেছে
নয়তো লেখাটার বয়স হয়েছে |
চোখের জ্যোতি কমলে
চশমা লাগানো  যায়
লেখা বয়সের ভারে ঝাপসা হলে
সব অন্ধকার থেকে যায়
তখন চশমা খুব দামি হলেও
সে দামের কোনো মূল্য থাকেনা |
তখন চোখের খুব লোভ হয়
লেখাটা যদি সে দেখতে পেতো
কি জানি তাতে সে পেতো
যা পাওয়া যায়না
বা যা পেলে তার ক্ষুধার ষন্ত্রণাটা
হয়তো কমতো
কতটা কমতো যতটা বাড়তো
ঠিক ততটা কিনা তা
সেটা না জানা হলে গোপনই  
থেকে যেতো
হয়তোবা |
খুব অদ্ভুর মনস্তত্ব
যা মানুষ চাইতে চাইতে
একদিন পেয়ে যায়
তা পাওয়ার সাথে সাথে
তার মূল্য হারায়
যা দেখা যায়না
তা দেখতে  নেশায় বুদ্ হয় মানুষ
কারণ নিষিদ্ধের প্রতি
মানুষের একটা তীব্র আকর্ষণ থাকে
কিংবা খুব খোলাখুলি বললে
একটা অতৃপ্ত লোভ থাকে
যে লোভ মানুষকে ডুবায়
ডুবাতে ডুবাতে
মানুষ লোভের খাদ্য হয়ে যায়
ছত্রাকের মতো লোভের পেটে
বংশ বাড়ায়    |
মানুষ খাদ্য হয়
হয় লোভের  কিংবা
অন্য কারো পেটে
হয়তো খাদ্য হয়ে
ঢুকে যায়
তারপর একদিন তার নিজের
ঝাপসা কাগজটা
মানুষটাকে ঝাপসা করে
ঝাপসা কাগজ বানায়  |
হয়তো এটাই রূপান্তর
যা চক্রাকারে ঘুরতেই থাকে
মানুষের দম বন্ধ হলেও
তার দম বন্ধ হয়না কখনোই |