আমি শোষিত হতে চাই
আরও বেশি করে শোষিত হতে চাই
ভুখানাঙ্গা মানুষ যেমন আগুনে পুড়ে হয় ছাই
ইজ্জত হারিয়ে নারী গাছে লটকায়, খোলা চোখ শয়তানদের বিচারের দাবিতে
পরিহাসের মঞ্চ সাজায় |
আমি বঞ্চিত হতে চাই
আরও বেশি করে বঞ্চিত হতে চাই
যেমন ঘুষখোর আদম বেপারীর কারিশমায় ফুটন্ত গোলাপ সর্বস্ব হারায়
ধমনীকে শীতল করে অতি চেনা মহামানবদের কলিজায়
গড়াগড়ি খেয়ে স্বর্গ থেকে নির্বাসিত হয়ে নরকে পলেটিক্স চালায় |
আমি ত্যাগ করতে চাই
আরো বেশি করে ত্যাগী হতে চাই
যেমন জুয়াড়িদের বাজারে মানুষ চোখের পলকে অস্তিত্ব লিখে কাবিন নামায়
কফি ছেড়ে কফিনের পিছে নিরাকার অন্ধের মতো অবিরত দৌঁড়ায় |
আমি প্রতিদিন মরি
আরও বেশি করে মরে যেতে চাই
যেমন হালকা জোয়ারের ধাক্কা খেয়ে সত্য মিথ্যের কাছে গোপনীয়তায়
নিজের লাশের উপর দিয়ে ফিরনি ছড়ায়
চাপা পরে যায় জীবন কঠিন মার্বেল পাথরের কাব্য প্রতিভায় |
আমি পথের ফকির হতে চাই
আরো বেশি করে মিসকিন হতে চাই
যারা আরো বেশি পৃথিবীকে গিলে খেতে খেতে নীতির সাথে আপস
আর উঁচু চিৎকারের কূটকৌশলের মরণ কামড়ের করে বড়াই
তাদের পরাজয় দেখে গোটা নারকেল গাছটা উপড়ে ফেলে মাথায় উঠাতে চাই নির্দ্ধিধায় |
দেখছি মানুষ মুখে এক, কাজে আরেক
নিজেরটা বুঝে নিতে লাজ সরম পার হয়ে যায় সুয়েজ লেক
আছে অপশক্তির কাছে কুন্ঠিত মানুষ আর বিপন্ন রোদে মরে গেছে তাদের বিবেক
তবু বলে আমাদের নেকনজর আর ভিতরে বাস করে লোভী দরবেশ |
আমি আবেগ পেতে চাই
আরো বেশি করে আবেগী হতে চাই
যেমন কুকুরটা ফুটপাত থেকে চোখ নামিয়ে দেখে মানুষের বারান্দায়
মানুষরা কুকুর হয় আর কুকুর মানুষ হয়ে যায়
সাজানো নাটকে নিমিষে হাটখোলায় |