এই শহরে মানুষ অনেক
অথচ মনুষ্যত্বের অভাব বেশি;
এই শহরে টাকা অনেক
অথচ অভাবী লোকের সংখ্যা বেশি;
এই শহরে জননেতা অনেক
অথচ শোষণ-বঞ্চনার  সংখ্যা বেশি;
এই শহরে লাল-নীল বাতি অনেক
অথচ মনের আলোর দুর্ভিক্ষ বেশি;
এই শহরে চেনা মানুষ অনেক
অথচ মুখোশের সংখ্যা বেশি;
এই শহরে দেশপ্রেমিক অনেক
অথচ দেশ বিক্রির মানুষ বেশি;
এই শহরে সাধু অনেক
অথচ শয়তানের সংখ্যা বেশি;
এই শহরে বিশ্বাস অনেক
অথচ বেইমানদের সংখ্যা বেশি;
এই শহরে ভালোবাসা অনেক
অথচ বিচ্ছেদের সংখ্যা বেশি;
এই শহরে সন্মান  অনেক
অথচ অপমানের সংখ্যা বেশি;
এই শহরে যোগ্য অনেক
অথচ অযোগ্যদের সংখ্যা বেশি;
এই শহরে আভিজাত্য অনেক
অথচ রুচির দুর্ভিক্ষ বেশি;
এই শহরে মুখে ঝুলানো হাসি অনেক
অথচ বুকে লুকানো কান্না বেশি;  
এই শহরে দামি দামি পুরস্কার অনেক
অথচ গুণীজনদের অমর্যাদা বেশি;
এই শহরে দামি দামি চাকরি অনেক
অথচ বেকারের সংখ্যা বেশি;
এই শহরে ইট-পাথরের দালানকোঠা অনেক
অথচ আকাশের নিচে থাকা মানুষ বেশি;
এই শহরে লোক দেখানো জাদু অনেক
অথচ  স্বপ্ন কেড়ে নেওয়ার মানুষ বেশি;
এই শহরে যত্ন অনেক
অথচ অবহেলা অনেক বেশি;
এই শহরে শান্তিপ্রিয় মানুষ অনেক
অথচ পেশিশক্তির কদর বেশি;
এই শহরে জ্ঞানী-গুণী অনেক
অথচ ক্ষমতার মূল্য বেশি;
এই শহরে ভদ্র মানুষ অনেক
অথচ মোসাহেবদের সংখ্যা বেশি;
এই শহরে আয়না অনেক
অথচ মুখ লুকানোর মানুষ বেশি;
এই শহরে সত্যবাদী অনেক
অথচ মিথ্যা নিয়ে খেলার সংখ্যা বেশি;
এই শহরে সাধারণ মানুষ অনেক
অথচ ক্ষমতাকে আঁকড়ে ধরার মানুষ বেশি;
এই শহরে স্বাধীনচিন্তার মানুষ অনেক
অথচ দাসত্বের সংখ্যা বেশি;
এই শহরে আদরের হাত অনেক
অথচ স্বার্থ শেষে ছুড়ে ফেলা মানুষ বেশি;
এই শহরে বাস্তবতা অনেক
অথচ নাটকের সংখ্যা বেশি;
এই শহরে নায়ক অনেক
অথচ ভিলেনের সংখ্যা বেশি;
এই শহরে লেখক, শিল্পী, অভিনেতা অনেক
অথচ  মানহীনতার সংখ্যা বেশি;
এই শহরে সবটাই অনেক
সবটাই বেশি.......
দেশি দেশি ভাব অথচ পুরোটাই বিদেশি
পক্ষে-বিপক্ষে সব রেষারেষি
মানুষ কম, ছদ্মবেশী বেশি |.