একদিন বিবর্ণ চিরকুটের মতো হারিয়ে যাবো
সুসময়ে সবাই কাছে থাকে আর দুঃসময়ে কাউকে কি পাবো ?
পাইনি এখনো কাউকে
দুহাত উজাড় করে দিয়েছি অনেক
বিনিময়ে পেয়েছি অবহেলা- অপমান
সবাই এখন মুখ লুকায়
কলংকিত চাদরের নিচে
যেমন জীবন হারিয়ে যাই পড়ন্ত বেলায়
একদিন আমি ছিলাম সবার, এখন হয়েছি পর
ভেঙে গেছে মন যেমন নদীতে ভেঙেছে মানুষের স্বপ্নের ঘর |
একদিন সবাইকে নিয়ে চলেছি সাথে যেদিন বসন্ত ছিল
এখন কেউ নেই
খুব একা, খুব একা আমি
যেমন একা পদ্ম পাতা
আমার মরার পর আমার লেখা কবিতার খাতা
আমার ভাঙাচোরা বৃষ্টি আটকানো কালো বর্ণের বিশ্বস্ত ছাতা |
কাউকেই এখন আর বিশ্বাস করিনা
যাকেই আঁকড়ে ধরেছি সেই দিয়েছে ধোকা
হয়তো ভাবতে পারে যে কেউ, লোকটা খুব বোকা
আমি বোকা নই তবু বোকা সেজে জোকার হই
হয়তো আমার উদারতা আমার সাজা
আমার মৃত্যুদণ্ড
আর তোমরা এখন আমার বুকে পা রেখে হয়ে গেছো রাজা |
একদিন যে হয়েছিল ছায়া সহচর, সেই হয়েছে বিশ্বাসঘাতক
যখন স্বার্থ ছিল তখন আপন
আর যখন স্বার্থ ফুরোলো তখন ছেঁড়া পালক
অভিশপ্ত চোখ আর বিধবার নাকের নোলক |
তারপরও বলবো
আমি হেরে যাইনি
তোমরা হেরেছ
এখন খুঁজছো শেকড়
যে চলে যায় তাকে আর কখনো ফিরে পাওয়া যায়না
মাটির পোকা মাকড় তাকে করে দেয় পর
আর নীরব আকাশ মেঘদের ডেকে বলে
নেমে আয় ধরণীতে হয়ে যাক বিশ্বাসঘাতক পতনের ঝড় |