মনটাকে উড়িয়ে দিলাম বাতাসে
মেললো ডানা
হয়তো সে হয়ে যাবে স্বপ্ন
মানবেনা কোনো মানা
মিছে মায়া
মিছে সংসার
আর মিছে বস্তাভরা সোনাদানা |
মনটা বুলেট বিদ্ধ হলো
অনুরাগ ছড়ালো রক্তের কণা
হয়তো এমন করেই একদিন পুড়ে পুড়ে মন
হয়ে যাবে রূপবতীর
মন পোড়া সোনা |
এখন মনের মিছিল করি রাস্তায়
যদি স্বপ্ন দিয়ে চাঁদটাকে ধরা যায়
যেখানে জন্মেছে বেজন্মারা
বটগাছের শেকড় খোঁজার আড্ডায় |
মন থেকে মন
এখন পোড়া মনটাই হয়েছে জীবন
তবু নিজের অস্তিত্ব খুঁজে পেতে
পুলিশের বেশভূষায় আসামি ধরতে বেরিয়ে পড়ি যখন তখন |
জানালাটা ভেঙে পড়ে মাথায়
আর মাথাটা হয়ে যায় মন
যে জীবন হারিয়ে গেছে অনেক আগেই
তার পোস্টমর্টেম হবে কখন
কেউ জানে কেউ জানেনা
তবুও অশান্ত মন
সময়ের লাগাম টেনে ধরে অসহায় চেষ্টায়
মৃত দেহে বেঁচে থাকে সারাক্ষন |
আয়নাটা মন হয়
মনটা বিবেক
জীবনটা মরণ হয়
স্বপ্নটা হয়ে পড়ে মানুষের আবেগ |
হায়রে পাগল মন
তোর জন্যই নদীর জলে ভেসে যায় অকালে কত জীবন
তারপরও তুই ছাড়া আসেনা
মহামিলনের সন্ধিক্ষণ
কিংবা কিংবদন্তিদের মাহেন্দ্রক্ষণ |