অনেকটা সময় পাড় হয়ে এসে দেখি
কৃত্রিম শহর
কৃত্রিম মানুষ
আর বিড়ম্বিত কল্প কাহিনীর নিস্প্রান প্রহর |
অনেকটা ইতিহাস কালো অক্ষরে লিখে দেখি
বিশ্বাসঘাতক মন
বিশ্বাসঘাতক মানুষ
আর যন্ত্রণার আগুনে কাঠ কয়লায় পোড়া আর্তনাদের আস্ফালন |
অনেকটা জীবন হাতড়ে দেখি
বিবর্ণ মরণ
বিবর্ণ মানুষ
আর বিবেকের ভ্রু কুঁচকানো ঘামের উটকো গন্ধে ছেড়া কাগজের নির্বাক সমর্পন |
অনেকটা পথ পেরিয়ে দিয়ে দেখি
স্বার্থের খেলা
স্বার্থের মানুষ
আর এক বিন্দু রক্তের উপর বরফ জমা তালপাতার কষ্টের শিকলে আটকানো রঙের মেলা |
অনেকটা, ঠিক অনেকটাই হয়তো হবে নয়তোবা হবেনা
কিন্তু তারপরও কিসের অনুসন্ধানে ছুটে চলে সময়
ফেলে আসা ইতিহাস
জীর্ণ পাতার জীবন
আর থমথমে রাজপথ
যেখানে আবার বেড়ে উঠবে হারানো মানুষ
নতুন কচি পাতা
আর কবির কবিতার মরচে ধরা ছারপোকার সাথে লড়ে চলা কাব্যের জীবন্ত রোদে ঝলসিত
সভ্যতার ছিন্ন পত্রের নীল খামে আটকানো বিবেকের খাতা
তবুও মনে হয় পেরেকের মতো কংক্রিটের দেওয়ালে মানুষের পর মানুষ আছে গাঁথা
কিংবা হাত বুলানো আদরের প্রাণময় নগরের নন্দিত নকশি কাঁথা |