একটা একটা পা
ঝলমলে তারা
মায়াবী মায়াবী মুখ
স্বপ্নটা হাতছাড়া
বইটা হাতে নিয়ে আকাশটাকে পড়া
শুন্যে উঠিয়ে হাত
বাতাসে লিখছি ছড়া |
বৃষ্টি রিমঝিম
নূপুরটাকে পরা
ঘুমকে নিয়ে যাচ্ছি বাড়ি
আকাশ মেঘে ভরা
নিজের হাতে নিজে
পড়ছি হাতকড়া
কাদামাটি মেখে
স্বপ্নে লিখছি ছড়া |
উড়িয়ে দিয়ে ঘাসফড়িং
কাঁচের টুকরো গড়া
মনকে নিয়ে যাচ্ছি বাড়ি
নিজের সাথে লড়া
মুখটা নিজের দেখবো বলে
নিজেই খাচ্ছি ধরা
টুকরো কাঁচের ভিতরে ঢুকে
লিখছি বসে ছড়া |