মানুষের নাকি মাথা নেই
আছে মুখ আর বিবর্তন
তবুও দাঁড়িয়ে থেকেই সময়ের নিচে
যদি বিবেকের ঘটে রক্ত ক্ষরণ
বইয়ের পাতা উল্টে পাল্টে তখনও শেকড় খুঁজি সারাক্ষন
নিজের আত্মাটা ভিতরে থাকে যতক্ষণ |
হয়তো আমি একক সত্তা
যখন মানুষ
কিন্তু যখন তবলার মতো বিবেক আমার
নিজের ভিতরটাকে বাজায় বারবার
যখন কলারটা ছিঁড়ে বের হয়ে আসে জামার
হয়তো তখনও আমি মানুষ নই
যতক্ষণ টুকরো টুকরো ইতিহাসের সাক্ষী
হয়ে আকাশ ও মাটির ব্যবধানটা ঘুচিয়ে
মাছরাঙা হয়ে গড়ি তুলি সময়ের মই |
আমি যদি মানুষ হই
পিছনে কারা
যারা তাড়া খেয়ে বলে আমরা
রূপকথার জাদুর কাঠিতে বদলে
দিতে পারি বাস্তব আর স্বপ্নের জীবনধারা
তারপর মেরুদন্ড বাকিয়ে রাস্তার ধারে
পিশাচদের মতো হয়ে যায় খাড়া
আর রিক্সাচালকের ক্লান্ত শরীর
থেকে মন ভেঙে যায়, যখন মিলেনা ঘামের ভাড়া |
হয়তো মানুষ যারা
তাদের জীবন নেই
তবে জড়ের জীবন যেন আটকে আছে
মানুষের শক্তির তালপাতার পাখায় ভর করে
কোনো এক গন্তব্যহীন যাত্রায়
নাটকের মতো তৃতীয় মাত্রায়
অথবা যারা নিজেদের মানুষ বলে দাবি তুলে
হয়তো তার দেখা মেলে কোনো এক
নিস্প্রান জোকারের যাত্রাপালায় |
এখনও মানুষ খুঁজি
জীবনের মানুষ
জড়তার নয়
যেখানে স্থিতি শক্তি ঝিনুকের আবরণ থেকে
বেরিয়ে এসে বলে আমরা মানুষ হয়েছি
ভয়কে করতে জয় |
বেঁচে থাক মানুষের মতো মানুষ
ধুঁয়ে যাক দূষিত মন
যেখানে পাল তুলে মুক্ত বাতাসে
ভাসবে সময়ের নির্ভেজাল পবন |