আমি একজন মানুষ খুঁজছি
যে মানুষের স্বপ্ন নেই কিন্তু বিশ্বাস আছে  
আমি একজন মানুষ খুঁজছি
যে মানুষের বিশ্বাস নেই কিন্তু বাস্তবতা আছে  
আমি একজন মানুষ খুঁজছি
যার সব আছে কিন্তু  কিছুই নেই
আমি একজন মানুষ খুঁজছি
যে মরেছে একবার কিন্তু জন্মেছে বারবার
আমি একজন মানুষ খুঁজছি
যার মুখটা খুব চেনা কিন্তু তবুও অচেনা
আমি একজন মানুষ খুঁজছি
যে বলছিলো কথা রাখবো কিন্তু রাখেনি
আমি একজন মানুষ খুঁজছি
যে লিখতে জানতোনা কিন্তু লিখতে চাইতো
আমি একজন মানুষ খুঁজছি
যার সাধ আছে কিন্তু সাধ্য নেই
আমি একজন মানুষ খুঁজছি
যে কিংবদন্তি হতে চেয়েছিলো কিন্তু আস্তাকুঁড়ে পচে মরেছে
আমি একজন মানুষ খুঁজছি
যার সবাই ছিল কিন্তু আপন কেউ ছিলোনা
আমি একজন মানুষ খুঁজছি
যার প্রেয়সী  বলেছিলো তুমি ছাড়া বাঁচবোনা কিন্তু এখন অন্যের ঘরে সুখেই আছে
আমি একজন মানুষ খুঁজছি
যার হাত খুনে লাল হয়েছিল কিন্তু খুনি হয়নি
আমি একজন মানুষ খুঁজছি
যে সব পাপ দেখেছিলো কিন্তু বোঝাটা নামাতে পারেনি
আমি একজন মানুষ খুঁজছি
যে বিয়ের রাতেই মরেছিল কিন্তু বিধবার স্বপ্ন হয়ে বেঁচে ছিল
আমি একজন মানুষ খুঁজছি
যার স্বার্থ ছিলোনা কিন্তু দুঃসাধ্য ভাবনা ছিল
আমি একজন মানুষ খুঁজছি
যে পাপ করেছিল কিন্তু অভিশাপকে অনুভব করেনি
আমি একজন মানুষ খুঁজছি
যে মানুষ ছিলোনা কিন্তু মানুষ গড়তো
আমি একজন মানুষ খুঁজছি
যে সব সুখ কিনে নিয়েছিল কিন্তু মরণকে কিনতে পারেনি
আমি একজন মানুষ খুঁজছি
হয়তো কোনো মানুষ নয় কিন্তু মানুষের মতোই
আমি একজন মানুষ খুঁজছি
যে মা আর প্রিয়তমাকে বলেছিলো আমার গর্ভের ভিতরের সন্তানকে দেখে রেখো
আমি যুদ্ধ জয় শেষে ফিরে আসবো কিন্তু এখনো আসেনি
আমি একজন মানুষ খুঁজছি
যার কিছু নেই কিন্তু একটা সাদা মন আছে
আমি একজন মানুষ খুঁজছি
যে ক্রীতদাস হতে ভালোবাসে কিন্তু মানুষ হতে চায়না
আমি একজন মানুষ খুঁজছি
যার জন্য দীর্ঘরাত অপেক্ষা করেছি কিন্তু যখন এসেছে তখন আমি বেঁচে নেই
আমি একজন মানুষ খুঁজছি
যার প্রতিটা রাত কষ্টে কেটেছে কিন্তু মানুষকে হাসিয়েছে সারাজীবন
আমি একজন মানুষ খুঁজছি
যাকে কেউ মূল্য দিতে চায়নি কিন্তু সে সবাইকে ছাড়িয়ে গেছে  |