ফুল আর ফুল
দেখবো বলে পিপাসার্ত মন হয়েছে আকুল
কচি পাতার আলোর নাচন দেখবো বলে জীবনের রং
উচাটন অলৌকিক আনন্দ স্পর্শে হয়েছে ব্যাকুল
কোকিলের কুহু কুহু ডাক শুনবো বলে বিরহী এ মন
রমণীর বাসন্তী চোখে রাজপথে স্বপ্ন করেছে হরণ
দখিনা হাওয়াই বিবর্ণ শুকনো পাতা ঝরে পড়বে যখন
শিমুল পলাশ হাতে হাত ধরে হেটে চলা দেখবো বলে
হে বসন্ত তোমার আগমন
মনে বসন্ত মনে একটুকরো আলোর আগুন
বসন্ত তোমার ফাগুন একমুঠো মিলন মেলায় হারিয়ে যাক জীবন
হে বসন্ত তোমার হাতেই হোক রক্ত ঝরানো দানবের খুন
তবুও আজ দেখি বিবর্ণ চিরকুটে লেখা থাকে
সময় কেউ জানতো না জানতো কবিতার খাতা এলোমেলো উদভ্রাত
তারপরও বলি বলে চলি 'ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত' |