কেমন যেন মানুষ
খেলা দেখতে ভালোবাসে
যেমন মানুষের খারাপ নেশা হয় টাকা খেলার তাসে
নেশাটা বাজি ধরার মতো
নেপথ্যে কুশীলব সেজে খুব সাধুবেশী হয়
মানুষে মানুষে খেলার শুরুটা করে দিয়ে
সটকে যায় আত্মগোপনে
বোকা মানুষ সেই নগ্ন খেলায় মেতে উঠে
লড়াই বাঁধে আর ক্ষতগুলো বেড়ে উঠে সন্তোর্পনে
যে মানুষ খেলাতে চায়, মানুষ খেলায়
হয়তো সে বুঝেনা একদিন খেলার পুতুলরা হাতছাড়া হয়ে যায়
আর শরাবের নেশার মতো তার জীবন চোরা গলিপথে হারায়
কিংবা তার গোপন সত্তাকে হাতড়ে বেড়ায় |
এদের আমরা মানুষ বলি
যারা গুপ্তচরদের ঢুকিয়ে দেয় মানুষের মিলন মেলায়
যেখানে মানুষে মানুষে ছদ্মবেসীরা মরণঘাতী স্বার্থ
মাথায় ছড়িয়ে ব্যবচ্ছেদের বুলেট চালায়
যে মানুষ মানুষের বিভেদ গড়ে অন্তরালের রাজা সাজে
কখনো মিল খুঁজে হয়তো পাওয়া যাবেনা তার কথা আর কাজে
কিন্তু বাস্তব নির্মম সত্যের নাম
হয়তো একদিন বিপন্ন করবে তাকেই যে বানিয়েছে গুপ্তঘাতক
নিজে সেজেছে মহাসাধক
বলার কিছু নেই , যদি বলতে হয় হয়তো সে অতিচালাক কিংবা নির্বোধ
সেখানেই হয়তো রঙিন সিনেমার পর অপেক্ষা করছে বিপদের পর আপদ |
স্বার্থপর মানুষ
টাকা ছড়ায়
যেখানে লোভী পিপাসার্ত শকুনিরা গায়ে সুগন্ধি মেখে গড়াগড়ি খায়
খুব খারাপ জিনিস টাকা
যে একবার এর লোভে পড়েছে তার বাঁচবার নেই আশা
হয়তো মনে হতে পারে চোরেরা টাকার বিছানায় বসে খুব সুখে আছে
কিন্তু তা তো হবার নয়
যেখানে টাকার গন্ধ সেখানে নেশাখোররা টাকার নেশায় পঙ্গপাল হয়
কিংবা অশান্তির আগুনে পুড়ে
সোনার সংসার জলযানে সমুদ্রে ভেসে মেনে নেয়, মেনে নিতে হয় পরাজয় |
রাজার রাজার মতো হতে হয়
প্রজার মতো নয়
যদি তাই ঘটে
সেখানে যে নেপথ্য কুশীলব, তার সাজানো খেলা আর প্রেত্মাদের
সুকীর্তি কিংবা কুকীর্তির গুজব রটে
যেমন জলছাপ ছোপ ছোপ আঁকা থাকে চিত্রপটে |