একটা বিবর্ণ চিরকুট কুড়িয়ে পেলাম আজ রাতে
সেখানে লাল অক্ষরে লেখা ছিল
পৃথিবীটা আত্মহত্যা করেছে অভিমানে মানুষের নির্দয় আঘাতে
মরার আগে লড়াই করেছে যতক্ষণ পেরেছে
ততক্ষন বুভুক্ষু শিয়ালের মতো ছিল পেটে ভাতে
আর ভুমধ্যসাগরের জলধারার বিস্তীর্ন উল্টো সময়ের রাস্তাতে |
কোনো এক অন্য জগতের অন্ধকার হাসপাতালের মর্গে
দীর্ঘ সময় অপেক্ষা করছে পৃথিবী তার লাশের ময়নাতদন্তের
যদি বের হয়ে আসে মানুষের হারানো বিবেক
জ্বলন্ত আগুনের বিষবাস্প থেকে ফের
যাদের জন্য তার আত্মাহুতি তাদের মিলিত সংগীতের
হারানো স্বপ্ন দেখে পৃথিবী নির্বিকার চাঁদের মতো
যেখানে কষ্টের উড়ন্ত মাংসপিন্ডটা
মনে করিয়ে দেয় এখনো দগদগে রয়ে গেছে কাঁচা রক্তের ক্ষত |
মানুষ মেরেছে পৃথিবীকে
তারপরও বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষকে
উল্কাপিণ্ডের মতো বুকে ধরে রাখবে বলে
পৃথিবী এখনো মৃত চোখে অপেক্ষা করছে ময়নাতদন্তের
যদি আলোকিত কিংবদন্তি সময় নির্মূল করতে পারে আঁধারের
আর জীবন্ত মানুষ সাদা হয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করে ফের
আজন্মের শেকড়ের
নির্বাসনের দ্বীপপুঞ্জ ছেড়ে শহরের
ফেরিওয়ালার মন কেনার হয়ে খদ্দের |