তখনও অভিভূত আমি
আকাশের দুই হাত,
রঙধনু হয়ে নেমে এসেছে মাটির কাছাকাছি
কিছুক্ষন আগেও বৃষ্টি ছিল,
যার জলপ্রপাত মৃদু হেসে বলেছিলো, আমি আছি,
তোমাদের রোদে পোড়া যন্ত্রনায়
যেখানে জীবনের জোনাকিরা খেলে কানামাছি |
তখনও আমি বিস্ময়কর আনন্দে বিস্মিত
যেখানে সময়ের লাটিম,
কংক্রিটের প্রাচীর থেকে নেমে গড়িয়ে পড়েছে
পৃথিবীর ঘূর্ণাবর্তে,
কোনো এক স্বার্থের বিলাসী উন্মাদনাতে
কিংবা হিংসার উন্মুক্ততাতে,
সমুদ্রকে নিজের মতো করে ভাবাচ্ছে সেই বড়
কিন্তু মহাবিশ্ব তো তার থেকে বড়,
হয়তো তার থেকেও বড় আছে কোন কালবৈশাখী ঝড়ও
মাটি বড় না মানুষ বড় প্রশ্ন থেকে যায় তারপরও,
তবুও কেন পন্ডিতের পিরিতির ভয়ে জড়োসড়ো
অভিশপ্ত মুখ কাঙালের মতো,
যখন দরকার তখন করে আদর আর আবদার
আর প্রয়োজন যখন শেষ
তখন সেই পরজীবীরা সাজে লজ্জাবতী লতায় লটকানো দরবেশ,
কালো সুট প্যান্ট পড়ে মুখে কুলুপ এঁটে
বলে তোমার তো চুল এখনো কালো আর আমার দাম্ভিক সাদা কেশ,
তোমরা জ্বলে পুড়ে মর, আমিতো তো আছি বেশ |
তখনও জ্বলন্ত দ্বগ্ধ আমি
সুবিধাবাদী দুষ্টের দল বোকার স্বর্গ খুঁজে চলে অবিরাম
আর নিজের খোঁড়া গর্তে দেখে বিপর্যস্ত অভিমান,
আর নির্বোধের মতো ছড়ায় হালকা বাদাম,
যেখানে তার বাইরের খোসাটা
ভিতরকে করে প্রতিনিয়ত অপমান আর বদনাম,
ধিকৃত সেই সব সাধুবেশী শয়তান,
অন্যের ঘুম কেঁড়ে যারা খুঁজে নিজের আরাম,
অদ্ভুত প্রলাপের ঠুনকো ধরাধাম
অবিরত ম্রিয়মান
কিংবা সংকীর্ণ চমৎকারের অশুদ্ধ আহবান |
কঁচি কঁচি দেহ গুলো যখন অবুঝ
বেড়ে উঠেনি ততটা,
বেড়ে উঠা দরকার যতটা,
তখন তাদের নিয়ে দাবার গুটির চাল,
সম্প্রীতির মাঝে বিচ্ছেদ আর রাক্ষসের মায়াজাল,
দিন শেষে এমনি করে যারা রাজা সাজতে চায়,
তারাই হয়ে যায় কাঙাল |
শীতনিদ্রারা দম ফুরায়
শক্ত লাঠিটা ঘুরাতে গিয়ে
চিন্তার স্ট্রোকে অবশ আর অলস মস্তিস্ক পড়ে থাকে বিছানায়,
কিংবা নরকের যন্ত্রনায়
কোনো এক নরখাদকের নর্দমায় |
সময় তো সাক্ষী তার
যারা নিজেদের ভেবেছে খুব বুদ্ধিমান
তাদের তাসের ঘর মানুষের অভিশাপের দ্রোহে
হারাবে জীবনের পথ আর বিশেষণের সাথে সর্বনাম,
দেখবে পরিবর্তনের পরিনাম,
যা দেখা যায়না তবুও বর্তমান
যেমন জলযান |
সময় বদলায়
মানুষ বদলায়
বদলায় ইতিহাস, সভ্যতা, মহাকাল,
যদি সরাতে পারে বিচিত্র অভিনেতাদের নিরুত্তাপ জঞ্জাল,
বেঁচে থাকে সুচিন্তা, নতুন ধারণা
আর চিৎকার করে বলে আমি যেমন অভিভূত, বিস্মিত
তোমাকে দিতে পারি উপভোগ্য জীবনের বিশুদ্ধ তাড়না
ধরে রাখো তার হাত,
যার হাতে আছে কল্যাণ আর আগামীর পদচারণা |