দুচোখ দিয়ে তাকিওনা আর
এবার দেখবে তৃতীয় নয়ন
যেখানে মাধবীলতা হারায় শ্রাবন
তপোবন মধু চন্দ্রিমায় গড়ে শব্দ চয়ন
তবু মন যতক্ষণ
থাকবে দাঁড়িয়ে,
তোমাদের এই মাটির পৃথিবীতে
বাকরুদ্ধ কণ্ঠ বলে যাবে
একটি পদদলিত মানুষের কথা
যে চোখ কৃত্রিম চোখ নয়
তৃতীয় নয়ন
যদি তাকাও কখনো হিংস্র দালালের মতো
তবে জ্বলে যাবে পাপ
তোমার মনের আগুনে ভস্ম হবে
তোমার কাল্পনিক কাপুরুষের উত্তাপ |
আমি দাঁড়াতে চাই
চোখ দিয়ে নয়
যদি হয়
তবে তা হবে তৃতীয় নয়ন
যেখানে হাসবে মুখ আর রহস্যের গভীর অরণ্যের
আত্ম উপলব্ধির সমালোচিত মূল্যায়ন
কিংবা পড়ুয়া ছাত্রের অকারণ
স্বপ্ন হরণ |
এবার থামাও তোমার ঘোড়ার লাগাম
জাগছে তৃতীয় নয়ন
যেখানে প্রকৃতির বিচারের অপেক্ষায়
আছে মায়ের বিগলিত মন
আর নরকের যন্ত্রনায়
নিজ হাতে নিজের আত্মসমর্পন |