প্রতিদিন ঘুম থেকে উঠে স্বপ্ন দেখি
স্বপ্ন, দুর্লভ গুপ্তধনের মতো স্বপ্ন,
জ্বলন্ত আগুনে পোড়া টুকরো টুকরো জলকণার মতো স্বপ্ন
হাতুড়ির  কঠিন আঘাতে  ঘামঝরা জীর্ণ শরীরের লড়ে চলা স্বপ্ন
কিন্তু তখনও ঘুমন্ত আমি  স্বপ্নহীন
তবুও বাস্তবতা হাতে নিয়ে স্বপ্ন ভেঙে দেখছি মন
উন্মুক্ত পাখির মতো শীতের সন্ধানে
মাটির পৃথিবী তোমায় বিদায় স্বপ্ন ছাড়া জীবন ধরা
তপস্যার অধীর নেশায় বায়াস্কোপটা মূল্যহীন |
স্বপ্নকে যারা প্রতিদিন ক্ষত বিক্ষত করে চলেছে কঠিন আঘাতে
তারা তো স্বপ্ন দেখতে জানেনা
স্বপ্নের মানেটাও হয়তো বুঝেনা
তবু আমি যতক্ষণ চোখ মেলে থাকি উদার আকাশের সীমাহীন দৃষ্টি সীমায়
চিৎকার করে মানুষদের জানাই
স্বপ্ন দেখাতে হয় স্বপ্ন দেখতে  হয়
তবেই তো জীবন সমুদ্র হয় আর জীবনকে শক্ত  সাঁকোর মতো ধরে মানুষ
এগিয়ে যায় জীবন ভেঙে স্বপ্ন থেকে বাস্তবতা গড়ার দৃঢ় প্রতীক্ষায় |
আমি স্বপ্নকে মানুষের মধ্যে দেখি
স্বপ্ন আমাকে হয়তো দেখেনা
তবু বিদ্যুৎতের মতো প্রকম্পিত হয় সারা শরীর
সেখানে হয়তো চিড় ধরে তবুও স্বপ্ন দেখাতে ব্যাকুল এ মন
ভূমিকম্পের মতো ধাক্কা দিয়ে ঘুমন্ত পৃথিবীর স্বপ্ন  দেখাতে কেমন একটা অধীর
কষ্টের পরে দেখে রাজপথের ঝাঁঝালো পিচঢালা পথে পিপাসার্ত মানুষের  ভিড় |
স্বপ্ন কখনো মরেনা মানুষ হয়তো মরে মন থেকে প্রতিদিন
তবু স্বপ্নের খণ্ডিত বিখন্ডিত মুখোশ দেখবো বলে মানুষের মিছিলের যাত্রায় আজ
তোমাদের মতো আমিও সামিল যেমন অন্তর থেকে অন্তর অন্তহীন
স্বাধীন কিংবা বাস্তবতায়  অর্থহীন  |