সব পথ বন্ধ হয়ে গেছে, খোলা আছে শুধু দক্ষিণের জানালা
বিশুদ্ধ বাতাস নাক টেনে নেবে বলে
বসে থাকে স্থির চোখ
এখন পানসে শহরের রং চোটা জিনসের মতো
এটাও নাকি দূষিত মানুষের বিরল রোগ |
রোগটা যত কঠিন হচ্ছে
মানুষও কঠিন হচ্ছে তার থেকে ঢেড় গুণ
যেমন পাগল হয় মন
আগের মতো আগুন মুখে নিয়ে আসেনা ফাগুন |
নিরস জীবন
নির্বাক মানুষ
সব আছে তারপরও কিছু যেন নেই
এর থেকে নাকি মিসকিনরাও অনেক ভালো ছিল একদিন
তখন মানুষের মনে দখিনা বাতাস ছিল
ফাগুনের আগুন দিয়ে গড়া ছিল নন্দিত মানবজমিন |
এখনও হতাশ হয়না জীবন
বিপন্ন হয়না সময় আর নান্দনিক স্বপ্ন
যখন দেখি মানুষের বোঝা বুকে নিয়ে ঠেলছে আরেক মানুষ
আবেগ মাটির কাছাকাছি আসে নিভৃতে
জীবন বিশুদ্ধ করার জাদুকরী পথ্য আনে বিবেকের আয়না
তখন খুব কষ্টেও মনে হয়
হয়তো কেউ গড়বে মানবিক নগর
মানুষের মরে যাওয়া অন্তর
অন্ধকারের নিষ্প্রভ যন্ত্রনা ভেঙে লড়বে বেঁচে আছে যতক্ষণ
ততক্ষন নিরন্তর
দীর্ঘ অপেক্ষার পর ক্লান্ত মানুষ পেতে চায় চন্দনমাখা কাঙ্খিত আদর
যেখানে নির্বাসনে যাবে মানুষের ভিতরের ডারউইনের বিবর্তনের বাদর |