ঢাকা শহর ফাঁকা হয়
ঈদ এলে ভাই,
এখন দু ঘন্টার রাস্তা
দু মিনিটেই যাই।
বিশ্বাস করেন বা নাই
না করিলে বিশ্বাস
বহে গেল ছাই !
পলকেতে সীমা ছাড়ি
খুব বেগে ধায় গাড়ি
তাড়াতাড়ি এসে পড়ি
নিজ গন্তব্যে তাই,
ক'দিনের আগেকার
সেই ঢাকা নাই।
নাই কোন যানজট
নাই ভোঁ শব্দ উদ্ভট
যদি বারমাসে এ রকম
ঢাকা শহর পাই
তাহলে তো ঢাকা থাকার
কোন সমস্যা নাই।
বাজারেতে নাই ভীড়
কিযে মজা শান্তির !
নাই কোথাও হইচই
এমনি তো চাই,
এখন দু ঘন্টার রাস্তা
দু মিনিটেই যাই।
লোডশেডিংয়র যন্ত্রণা
ট্রাফিক জেমে বিড়ম্বনা
আপাতত এ সব আজ
কোন কিছুই নাই।
ক'দিন পরেই শুরু হবে
যা ছিল ঠিক তাই।