ঐ চোর পালালো কেমন করে
জানে চুপ্‌পু জমাদার,
পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে
এখন করে সে চিৎকার।
রাতে এমনভাবে নাটক করে
কেউ যেন তার দোষ না ধরে
তাই ধরো ধরো চিৎকার করে
যখন চোরে পগারপার,
আমরা কি আর এতই বোকা  
বুঝি না এ চালাকি তার !
ও সাধারণ কোন চোর ছিল না
ছিল আসামি সে দাগী,
আচার আচরণে বা স্বভাবেও
খুব বদমেজাজী,রাগী।
সে চোরকে নিয়ে চলছে নাটক
সেতো চুপ্পুর ঘরেই ছিল আটক
তাহলে নিশি রাতে কেমন করে
হল বিমান বন্দর পার !
এ দায় থেকে কেউ পার পাবে না
আগে চুপ্পুর হোক বিচার।