হঠাৎ মতিঝিলে সবাই মিলে
সেদিন হয়ে জড়ো
ওরা উন্নয়নের অনেক কথা
বলল বড় বড়।
" এই করেছি সেই করেছি"
এই বলে কেউ লাফায়,
কেউবা আবার উদোর পিন্ডি
বুধোর ঘাড়ে চাপায়।
কবে কে করেছে কি উন্নয়ন
জানে দেশের লোকে,
তা জন্ম থেকে আজ অবধি
দেখছি নিজের চোখে।
উন্নয়ন কি ছোট্ট জিনিস
লুকানো যায় কভু
নেতারা সব ওটা নিয়েই
চেঁচিয়ে বেড়ান তবু।
একই কথা শুনতে শুনতে
বিরক্ত হই কেউ
দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ নেই
আছে উন্নয়নের ঢেউ।
আজ আলুর কেজি
আশি টাকায়
আমাগো "নুন আনতে
পান্তা ফুরায়"
পেঁয়াজের দাম দেড়শ টাকা
মরিছ কিনতে পকেট ফাঁকা
মাছ, মাংস তো দূরের কথা
চাউল কিনব কি?
রিকশাচালক, কুলি, মজুর
আজ মরতে বসেছি ।