পাঁচটা টাকা বাঁচাতে
চড়ি না তো রিক্সাতে
পাঁচ কিলো ছয় কিলো
পায়ে হেঁটে যাই।
হাঁটতে দেখে গাঁয়ের লোকে
কিপটে বলে তাই।
আর এক কিলো হাঁটতে
দুই পায়ে জোর থাকতে
আদূুরে খোকার আমার
রিকশা ভাড়া চাই।
টাকার কথায় ছিলাম রুষ্ট
তবুও খোকার ভেবে কষ্ট
চাওয়া মাত্রই দিতাম টাকা
খাই বা না খাই,
নিজের সুখের কথা কখনো
মনে ভাবি নাই।
পাস করে খোকা ব্যারিস্টারি  
দিল একদিন বিদেশ পাড়ি
এখন সে আর নেয় না খবর
দেখার কেহই নাই,
এই শেষ বয়সে বাবার এখন
হল বৃদ্ধাশ্রমে ঠাঁই।