কখনো বামে যায়  কখনো  ডানে
নিজেও জানে না যাবে কোনখানে ।
নিশ্চয় ভাবছ যে, হবে সে পাগল
রেগে গেলে সহসা দেয় ভাল গোল।
খেলোয়াড় ভাল নয় সকলে তা জানি
তবু দুই দলে তারে নিয়ে করে টানাটানি।
শুধু দলে নিলেই লক্ষ্যটা হবে অর্জিত,
হেরে যাওয়ার ভয়ে কেউ বড় শঙ্কিত।
মুখে বলে  ভয় নেই  জেল-কারাবাসে,
তার কথা শুনে আজ পাগলেও হাসে।
নীতি তার ঠিক নেই আছে জেল-ভয়
সেই ভয়ে এক মুখেই তিন কথা কয়
সকালে এক কথা, আরেক কথা রাতে
আবার বলে ভিন্ন কথা পরদিন প্রাতে।
তারে নিয়ে শুরু হয় নানাবিধ খেলা
কেউ করে বিদ্রুপ, কেউ অবহেলা।
থেকে থেকে মাঝ পথে দেয় ডিগবাজী
তারে নিয়ে রেফারি করে কারসাজি
রোগী নয় বোঝা যায় চোখে তাকালে-
তবু জোর করে নেয়া হয় হাসপাতালে।
জোট থেকে বেরুবার খুঁজে কত পথ,
কিন্তু চাপে পড়ে ঘন ঘন বদলায় মত।
দেশ জুড়ে নাম আছে, নয়সে তো হাবা
সববাই চিনে এখন  বলে ‘‘থুথু বাবা।’’
সেই পরিচিত ‘‘থুথু বাবা’’ বল দেখি কে
জানি জানি বুঝে গেছে বোকারামও যে।