আঁখি, তুমি আসবে ফিরে আবার বল কবে,
হয়তবা ফিরে আসবে না আর, ভুলে গেছ সবে।
         ভুলেও  অাঁখি কোন ক্ষণে-
         আমার কথা কি পড়ে না মনে!
কেন যে এমন নিঠুর হলে, বল প্রিয়া তবে,
কোনদিন পথে যেতে আবার কি তব দেখা হবে !
এমন বাদল দিনে প্রিয়া তব কাছে পেতে
বাউরী আমার মন বার বার ওঠে তাই মেতে ;
           যেন রাত জাগা হয়ে পাখি
           সারা রাত জেগে থাকি,
মনের মন্দিরে  রেখেছি যে কত  স্মৃতির মালা গেঁথে।
আজো তাই পারিনি আঁখি তোমাকেই  ভুলে  যেতে।
অন্ধ বলে প্রেমের নয়ন বোঝে না সে মন্দ কি ভাল
তৃষার আগুন বুকে জ্বেলে তাই হৃদয় করেছি কালো।
            দিন চলে যায় আশায় আশায়
            আজো তো প্রিয়া ভুলিনি  তোমায়।
তুমি আছ অন্তরে মোর --- হয়ে নয়নের আলো,
প্রতিদিন বক্ষে আমার ব্যথার কিযে আগুন জ্বালো !
বুকে বেঁধে  আশার পাহাড়  কত কাল হতে
তোমার জন্যই  নিলাজ হয়ে বসে থাকি পথে ;
              আসবে তুমি, বলবে কথা
              ভুলে যাব এ নীরব ব্যথা
শুধু আঁখি জলে শুন্যে ভেসে চলে কল্পনার রথে--
দূরাশার প্রতীক্ষায় বেঁচে আছি আজো কোন মতে।