ফাগুন গেল, চৈত্র গেল, কোকিল গেল কই ?
বন শনশন করে ওমা বোশেখ এলো ওই।
খাল শুকাল, বিল শুকাল,ধান বুনব মাঠে,
জল নেই মা পুকুরেতে–নৌকা নেইক ঘাটে।
মাঠে মাঠে বীজ বপনে করব চাষাবাদ,
ধান ও পাটের নতুন ক্ষেতে ওঠবে হেসে চাঁদ
বামুন মেয়ে আসে না মা তাল দীঘিতে আর,
দেয় না ভেসে পুজার ফলার,ফুলের মালা তার।
বোশেখ এলে ঝড়-বাদলে সুখ হবে ভাই ওরে,
আমের বনে আম কুড়াব জ্যোস্না রাতের ভোরে।
পাঠশালাতে যাব না মা–পড়ব নাক বই,
ঘর ভাঙানো খেলা ওমা বোশেখ এলো ওই।