বহু দলে খেলা হবে বলে আয়োজক
জমবে খেলা এবার, দেখাবে চমক।
বাস্তবে দেখা যায় এটা বহু দল নয়,
একজোটই ভাগ হয়ে তারা চৌদ্দটা হয়।
দেখতে চায়না কেউ পাতানো সে খেলা,
তবু খেলে যায় খেলারাম একা সারাবেলা।
নিজে বলে তারা খুব ভাল খেলোয়াড়,
কিন্তু রেগে গিয়ে দর্শকমণ্ডলী দেয় ধিক্কার।
যখন বৈকালে মাঠে নেই কোন লোকজন
তখন এক দলেই গোল দেয় ইচ্ছে মতন।
এইভাবে ফাঁকা মাঠে যত গোল হোক
হাসছে যে কোটি কোটি বিশ্বের লোক।
জিতে কোন লাভ নেই গোল দিয়েও মেলা
যদি হয় সেটা তোমার পাতানো সে খেলা।