জুতোগুলো খাটের ‘পরে,বালিশগুলো মেঝে,
ঘরটা এমন সাজিয়েছে উল্টো করে কে যে ।
হাঁড়ি-পাতিল সোফার ‘পরে মাদুর দিয়ে ঢাকা,
দেয়াল জুড়ে হাঁস-মুরগীর পা পেন্সিলে সব আঁকা
আলনাখানাও উবুড় হয়ে আছে মেঝের ‘পরে
আলমারীতে কে রেখেছে বিড়াল ছানা ধরে ?
ক্যালেন্ডারের পাতা কেটে কুচি কুচি করে,
এত আবর্জনা কে ফেলেছে পাশের ছোট্ট ঘরে ?
চেয়ারগুলো সব এলোমেলো ঘরের ভেতর পানি
কে করেছে কাণ্ড এমন সবাই সে তো জানি।
ঐ জানালার কাঁচ ভেঙ্গেছে লাবিব সোনার ঢিলে
তার নামে রোজ হাজার নালিশ করে সবাই মিলে।
ফুফুকে তার খামছিয়েছে,ঢিল ছুঁড়েছে গায়,
তেলের বোতল ফেলে দিয়ে ভেঙ্গেছে হায় হায়।
হারিয়েছে চাবির গোছা, তুলির মালার কাঠি,
আছাড় দিয়ে কাঁচের জিনিস সব করেছে মাটি।
পাঞ্জাবিতে মেখেছে কী লাল টুকটুক পালিশ,
অফিস থেকে এসেই শুনি কত রকম নালিশ।
এত নালিশ সোনার পরও কি আর করি ভাই!
কোলে নিয়ে লাবিব সোনার তবু চুমু খাই।