(১)  

তোমরা হুজুর, আমরা মজুর, খেটে মরি আমরা
ন্যায্য মজুরি চাইতে গেলে খুলতে আস চামরা।
               নাই নীতি, নাই বিচার
               আমরা সবাই নির্বিকার
মহাজনের ঋণ শোধিব বেচিয়ে হালের দামড়া।


                        (২)  
দীর্ঘ দিনের অভিজ্ঞতায় বলেন আবদুল হাই,
নামেই আছে হিসাব শাখা, হিসাব কিন্তু নাই।
              বছরের পর বছর ধরে
              একই হিসেব যাচ্ছি করে
নতুন কর্ম নেই কোন তাই চেয়ারে বসে ঝিমাই।