কামাল কাচনা বনের মাঝে খুকুমণির বাড়ি,
ঝোপের ভেতর ঝুমকালতা দুলছে সারি সারি।
ঝাঁকে ঝাঁকে ভোমরা সেথায় উড়িয়ে চলে বনে,
যেন গুণগুণিয়ে খুকুমণি গান করে আনমনে।
রাত থম্‌ থম্‌ চাঁদের হাসি, ডাহুক উঠে ডেকে,
শিস্‌ দিয়ে যায় গানের পাখি পাতার আড়াল থেকে।
কালো বনে কালো ভোমর ফোটায় নানান ফুল,
ঝির্‌ ঝির্‌ ঝির্ হাওয়ায় উড়ে খুকুমণির চুল।
নীল আকাশের তারাগুলো ভোলায় খুকীর মন,
জোছনা রাতে বীজন করে সবুজ পাতার বন।
পাতায় পাতায় ঘর বেঁধেছে সেথায় রেশম কিট
বাড়ির ধারে তিথির দুটি করছে ‘টিটিক টিক।`
এলোকেশে  দাঁড়িয়ে দেখে খুকু বনের ছায়,
রাস্তা দিয়ে মোটর গাড়ি সারি সারি যায়।
ঝোপের ভেতর বাড়িটি তার বন করে ঝুপ ঝুপ,
জোনাকিরা জ্বলে সেথায়- ফাগুন বিলায় ধূপ।
রাস্তা দিয়ে  চলে পথিক, রিক্সা, মোটর গাড়ি,
সেথা নীড়ের মত দুলছে যেন খুকুমণির বাড়ি।