কেবা বিদ্বান, কেবা মুর্খ যায় না বোঝা কাপড়ে
চাকরি করতে ঢাকায় এসে পড়ছি ভীষণ ফাঁপরে।
পকেট মারের চেহারা দেখে মনে হয় সে রাজারে
কোট টাই প্যান্ট পরে ঘোরে রাজধানীর বাজারে।
লোকের ভিড়ে যান বাহনে চড়ে কোনবা ইতরে
দুয়োর থেকে হুমড়ি খেয়ে যাই যে বাসের ভিতরে।
বাসের ভিতর চেপ্টা লেগে হই যে আলুর ভর্তা,
এমন দশা দেখেও আমার হাসেন তবু কর্তা।
একটা রুমে দশজন থাকি ভীষণ নোংরা বস্তিতে
ছেলে বুড়ো তোমরা সবাই গ্রামেই আছ স্বস্তিতে।
এখন আমার মনটা জুড়ে পালাই পালাই ভাবরে
কবে যাব গ্রামে ফিরে, ভেবে যাচ্ছি শুধু ঘাবড়ে।
এই ঢাকাতেই চাকরি আমার এই ঢাকাতেই ঠাঁইরে
হাজার ইচ্ছে থাকলেও তবু পালানোর পথ নাইরে।