জুলাই মাসের তের তারিখের
      সিলেটের সেই ঘটনা,
ভিডিওতে দেইখা আমার
  ফাইটা যায়রে বুকখানা।
রাজন নামের দশ বছরের
শিশুরে দেয় চোর অপবাদ
হাত দু’খানি বাঁইন্ধা পিটায়
নির্দয়ভাবে কোন সে জল্লাদ
তাই চোখের পানি বাঁধ মানে না
     করিতে সেই বর্ণনা,
মরণকালে মা-বাবার তার
          দেখা কারো হইল না।
ওরে খোদার আরশ কেঁপে ওঠে
            রাজনের ওই ক্রন্দনে
সেই কাঁদন শুনে উল্লাস করে
           নরপশুরা কয়কজনে
ওরে কতই করে কাকুতি মিনতি
        আমারে আর মাইরো না,
তবুও পাষণ্ড ওই নরপশুরা
          একটুও ক্ষান্ত হইল না।
শেষে পিপাসায় ফাটিয়া যায়রে
              রাজনেরও কলিজা,
তবু পাপীষ্ঠ ওই নরঘাতকরা
             জোরে জোরে মারে ঘা
একটু পানি খাইতে চাইলে রাজন
             দয়া করোই হইল না,
ওই নরপশুরা কিছুতেই যে
            পানি তারে দিলো না।
এমন নিষ্ঠুরতা দেখেও ভাই
             স্থির থাকে কারবা মন,
প্রাণ দিয়ে তাই কাঁদিয়ে গেল
            দেশবাসীকে ওই রাজন
আজ অকালেতে মরল রাজন
            ফিরে সে তো আসবে না,
তার হত্যাকারীর হইলে ফাঁসি
             বাপ-মাও পাইবে সান্ত্বনা।