এক যে ছিলেন দস্যি ছেলে
                    নামটি মুজিবর,
বড় হয়ে সেই ছেলেটি
                   দেশে তোলেন ঝড়।
একদা বজ্রকণ্ঠে মুক্তিযুদ্ধের
                   দিয়ে ছিলেন ডাক,
তাঁরই ডাকে যুদ্ধ করে
                     বাঙ্গালী লাখে লাখ
শেষে দেশটা স্বাধীন হল সেদিন
          একাত্তরের ১৬ই ডিসেম্বর।
এক যে ছিলেন দস্যি ছেলে
                    নামটি মুজিবর।
তাঁরে কেউবা বলেন বঙ্গবন্ধু
             কেউ বা জাতির পিতা,
জন্ম যে তাঁর টুঙ্গীপাড়ায়
              তোমরা জানো কি-তা
আজো তাঁকে স্মরণ করি
               মহান বিজয় মাসে,
তাইতো তিনি অমর হয়ে
                আছেন ইতিহাসে
তিনিই বাংলাদেশের প্রথম
           স্থপতি, দক্ষ কারিগর।
কে বলে ভাই মুজিবর নেই
                 তিনি যে অমর।