এই গ্রামেই থাকি আমি
                টিটো আমার নাম
কেউতো ভালবাসে না ভাই
                 সমাজে নেই দাম
আমার পোড়া কপাল তাই
                   সবাই মন্দ কয়।।
বাপ হারা এক ছেলে আমি
             নাই কারো আফসোস,
নিরীহ দেখে সবাই বলে
           আমারই সব দোষ।।
পড়শী বাড়ীর তাল-নারিকেল
               পেয়ারা চুরি হলে
আমার নামেই মিথ্যে নালিশ
             আম্মুকে যায় বলে।।
যতই আমি দোষ করি না
                সত্য বলি ভাই,
ততই সবাই দুষ্ট বলে
             মিথ্যুক ভাবে তাই।।
আমি সবার চোখের কাঁটা
                সমাজের জঞ্জাল,
যে ডাল ধরি বাঁচার তরে
                ভাঙে যে সেই ডাল।।