নদীর পরেই নদী যেথায় চলছে আঁকা বাঁকা
তারই মাঝে আছে যে এক সবুজ ঘেরা গাঁ
সেইত আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ।
কোন সে দেশে বিলে ঝিলে শাপলা কমল ফোটে
রোজ সকালে পূব দিগন্তে সূর্য কোথায় ওঠে।
কোন সে দেশে পাখি ডাকে এমন আকুল করা।
কোথায় এমন সবুজ শ্যামল ক্ষেত ফসলে ভরা।
কোন সে দেশে হাওয়ায় দোলে মাঠে সোনার ধান
নায়ের মাঝি গায় সে  কোথায় ভাটিয়ালী গান।।