সোনার মৎস্য ধরতে আমার
ছিল বেজায় সাধ,
তাই লক্ষ কোটি ডলার ব্যয়ে
দিলাম সোনার বাঁধ।
জল হল না, মাছ এল না
মেঘ করে গুড় গুড়,
সোনার গড়া মহল আমার
ভেঙ্গে হলো চূর।
বাঁধ বানিয়ে পেরিয়ে গেছে
হাজার বছর কবে,
তাই তো জিগাই সব মানুষে
বৃষ্টি কখন হবে ?
বৃষ্টি না হয়, শস্য না হয়
সবাই যে কাঁদ্‌ কাঁদ্‌
বাঁধ দেয়াটা ছিল কি তাই
আমার অপরাধ ?
মাছ চাই না সোনার আমি
বৃষ্টি শুধু চাই,
এ বাঁধ আমার ভেঙ্গে চূরে
বৃষ্টি নামুক তাই।
কখন যেন ভুলে গেছি
করতে গিয়ে বড়াই,
মশা হয়ে করছি যে তাই
হাতির সাথে লড়াই।
যিনি মহান সৃষ্টিকারী
তিনি রাখেন মারেন,
অদম্য তার শক্তিবলে
করতে কিনা পারেন ।
তাইতো তিনি আঙুল দিয়ে
দেখিয়ে দিলেন ঝড়ে,
পলকেতে দিলেন হাবার
নীড় হারা সব করে।
হাওয়াই আমি বাঁধ দিয়েছি
আস্ত করে ভুল,
আমায় নিয়ে রাজ্যে শেষে
পড়ল হুলস্হূল।
লক্ষ কোটি ডলার গেল
চিন্তা না হয় দূর,
বাজে ভাবনায় নিঃশেষ হল
  সোনার অন্তঃপুর।