আমার একমাত্র ঐ পোষ পুত্র
                 প্রদীপ নিয়ে মাথা হেঁট,
সবাই বলে, "হারাম খেয়েই
               দিনে দিনে বাড়ছে পেট।
বুনো কচু খেয়ে জন্মেছে সে
               মুখের ভাষায় বুঝা যায়,
পুত্রধনের উগ্র এমন আচরণে
            কেউ কয়না কথা ঘৃণায়।
নীতি নৈতিকতা নাইতো কোন
                  থাকে মন্দ কাজে মত্ত,
''দেশের জনগণের বন্ধু পুলিশ"
                  আদৌ এই কথা কি সত্য!
শুনি হাটবাজারে দোকানপাটে
কোথাও সুযোগ বুঝে রাস্তাঘাটে
লোকের ব্যাগে হিরোইন দিয়ে
মিথ্যা মামলায় দেয় ফাঁসিয়ে।
ওহে বলুন দেখি সুশীল সমাজ
         এগুলো কি পুলিশের কাজ?
আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে
            আমার দেশের এই সমাজ!
সকল সুসন্তানের ভালো কর্মে
                  দেখি গর্বে ভরে বাবার বুক,
উল্টো মন্দ কাজে এই সমাজে
             ছোট্ট হয় সেই বাবার মুখ।