সারাদিন শুধু "উন্নয়ন উন্নয়ন" বলে মুখে তুলিস ফেনা,
বাজারে জিনিসপত্রের অগ্নি মূল্য জানিনা কিছুই কেনা।
            লাবিব, বলিস না আর উন্নয়ন
            তাহলে প্যাঁদানি দেবে জনগণ।
সবে তোমার ফাঁকা বলি, সত্যি কথা বলতে আমায় দেনা
জাতীয় পার্টি, বিএনপি,জামায়াত সব যে আমার চেনা।
দেশটা নিয়ে ভাবে না কেউ, ভাবে নাতো জনগণের কথা
সবাই যে করেই হোক চাই যে পেতে এ দেশের ক্ষমতাটা
              হামার রাস্তা ঘাটের বেহাল দশা
              এদিকে বাড়ছে আরো ডেঙ্গু মশা
নিতুই লোডশেডিং এ অতিষ্ঠ যে  জীবন তেনা  তেনা,
বলত এককেজি সয়াবিন এখন কয়শ টাকায় কেনা?
সব জিনিসের বাড়ছে যে দাম, নাই তো দেখার কেউ,
তবু চাপাবাজদের চোখে দেখি হরেক উন্নয়নের ঢেউ।
             যত নেতানেত্রী মারে ঝম্প
              বলে উন্নয়নের গাল গল্প
এ নিয়ে হয় মিডিয়া সরোব, প্রতিদিনে কত লেখালেখি
কাজের চেয়ে কথাই বেশি, বাস্তবে সব উন্নয়নের ঢেঁকি।  
এ নির্বাচনটা আসবে যখন বিধি মতন পাঁচটি বছর পরে
নেতানেত্রীও আসবে আবার কত রকম নতুন বায়না ধরে
              যেইনা হবে ভোটটা দেওয়া শেষ
               দেখবে তখন সবাই নিরুদ্দেশ।
আজ তাইতো আমার একটা আবদার রইল সবার প্রতি,
বুঝেসুঝে ভোটটা দিবেন-দিক না কেহ হাজার প্রতিশ্রুত