তুমি শুনবে যখন হঠাৎ করে ছাবেদুর গেছে মরে
এমন খবর শুনে অবাক হবে কিছুক্ষণের তরে.
মৃত্য সত্য অতি বাস্তব
তবু ভেবে হবে তাজ্জব
কেমনে মরল তাড়াতাড়ি এমন ভালো মানুষটা
মৃত্যুর খবর শুনে পড়বে সবাই ইন্না-লিল্লাহ
মরণের নাই সময় অসময়
সকলেই তা জানি নিশ্চয়।।
আজ আছি কাল নাই
জীবনের কারো গ্যারান্টি বা ওয়ারেন্টি কোন  নাই
এক পলকের নাই ভরসা রঙের দুনিয়াই।
ওরে এই দুনিয়ায় ক্ষণস্থায়ী সবার জীবনটাই।
যখন তখন ভাই
যে কাউকে ডাকতে পারেন মহান মালিক সাঁই
যখন তখন ভাই
নাম ধরে ডাক দিবেন যিনি মালিক সাঁই
ডাকলে পরে যেতে হবে, কোন উপায় নাই।
এ মায়ার জগৎ ছাড়তে হবে যেকোন দিন তাই।।
শোন হে মানুষ ভাই
জানি জানি মৃত্যু থেকে রক্ষা কারো নাই
তবু এই দুনিয়ার রঙতামাসায় মত্ত যে সবাই।
দম ফুরালেই শেষ হবে তোর ক্ষমতার বড়াই।।

হার্ট এ্যাটাকে কিংবা ধর কোন দুর্ঘটনায় পড়ে
শুনবে হয়ত হঠাৎ করে আমিও গেছি মরে।
মৃত্যু সত্য ধ্রুব সত্য
জন্ম মৃত্যু ঘটছে নিত্য
এই পৃথিবীর রঙ্গমঞ্চে
                   সবাই মুসাফির
সময় হলেই ফিরতে হবে
                    ফেলে সুখের নীড়।
মরণের নাই সময় অসময়
সকলেই তা জানি নিশ্চয়।।