গোপালগঞ্জের পোলাপান
শোনো তোমরা দিয়া কান
ছেড়ে দিয়ে নিষিদ্ধ আম্লিগ
মানুষের কাতারে হও শরীক
করো না বেশী বাড়াবাড়ি
করো না ভাঙচুর,মারামারি
আর্মির হাতে পড়লে জানি
ছুটে দিবে তোদের মাস্তানী।
তাই বেশি যদি পাড়ো ফাল
আবারো করবে পাছা লাল।
অতএব, তোমরা সাবধান
শতবার উঠবস ধরে কান
তওবা করে হও মানবিক  
বল করব না আর আম্লিগ
শুনবে না এই নিষেধ যারা
তারাই খাবে পুটকি মারা।
ইতি -