প্রেম সাগরে ঢেউ উতলা
জোয়ার ভীষণ যৌবনের,
ভ্রমর আমি কাব্য চুষি
ফুলে ফুলে মৌবনের।


দিন মজুরের বন্ধু আমি
কাস্তে হাতে কৃষাণের,
পুঁজিবাদের পাছায় লাথি
প্রলয় বায়ু ঈশানের।


সাম্যবাদের স্লোগান আমি
ধারক বাহক মানবের,
সত্যবাদের পূজক আমি
ধ্বংস আনি দানবের।


ভন্ড যতো বক ভগবান
ছদ্মবেশী বর্ণচোর,
আরামের ঘুম হারাম করি
নাশি তাদের প্রমোদ ঘোর।


জীবন আমার দ্রোহ নদী
রক্ত দেহের হায়দরি,
যুগের আমি নজরুল ডাকি
হকের ঝান্ডা আয় ধরি।