বিদ্রোহী আমি,আমি বিক্ষুব্ধ;
কবি নজরুলের আমি বংশ!
কবিতার অনলে জালিমের মসনদ-
পুড়ে করি তাই আমি ধ্বংস!!


হক্বের সাক্বি আমি পান করি সত্য,
পিয়ে যাই ন্যায়ের সূধা;
সত্য-ন্যায়ের কথা নির্ভয়ে যাই বলে-
স্বাথী মোর স্বয়ং খোদা।


দূর্বার গতি মোর রুখবে সাধ্য কার?
অবিরাম ছুটছি যে ছুটছিই.........
বাতিলের কেল্লায় হক্বের নিশান ওই
পতপত উড়িয়ে চলছিই...........