মনের সারল্যে নিষ্পাপহাতেরকামাই,
অজস্র আঘাতফুলেরবাগান;
এ-যেন একেকটি মরুসাহারা!


এখনই তোমার মৌলিক-উপস্থিতি,
আবশ্যিক হে দ্বি-কামরার নদী!
আবার ফিরিয়ে দাও তাই-
তারল্য-তোমার-শীতলজলের শান্তপ্রবাহ!


কেননা,দহনের বহনে সহনের মূখ্য উপাদান-
তুমি কেবল তুমিই।