তুমি তোমাতে খুঁজে দেখ!
কেবলি আমার প্রতিচ্ছবি-
ভেসে উঠবে সেখানে............
বাইরের চোখ নয়,
অন্তর চক্ষু দিয়ে দেখ!
সেই তোমার সেই আমি.........
এই তোমাতে.....................
সেই আগের মতই আছি|


অন্তত একটি বার হলেও
শৈশব-কৈশোরের ডাইরীটা খুলে দেখ!
তখনকার মধুময় স্মৃতিগুলো........
কতটা তাড়িত করে তোমায়,
কতটা কাছে ঠানে এই আমায়;
শুধু কাছেই নয়,
কাছা-কাছির চেয়ে আরো কাছে;
শুধু হৃদয়েই নয়,
হৃদয়ের একেবারে গভীরে|


আনন্দ বিষাদের যুগল ফ্রেমে বন্দী-
অতীতের দিনগুলোর দিকে.......
একটিবার ফিরে তাকাও!
শুনতে পাবে-
আমার প্রেম বাঁশরির বিষাদ সূর.......
প্রেমের মোহনায় বসে.......
আবিস্কার করতাম যে সূর;
আর পরিবেশন করতাম-
হৃদয়ের করিডোরে দাড়িয়ে|