.........ভুলটা আমারই,
মাশূলটাও তাই গুনছি........
অপরাধটাও কেবল আমার,
সাজাটাও তাই ভোগ করছি......
কেন যেন মনে হয়-
জন্মটাই বুঝি  ভুল ছিল!
ছিল বিরাট অপরাধ!!
যদি তা নাই হবে সবকিছু ভুল হবে কেন?
সবকিছুতেই কেন হবে অপরাধ?
গরমিল হবে কেন জীবনের হিসাবে?
ভুল ও অপরাধে ঠাসা কেন জীবনের ডাইরী?
এতেই কি প্রতীয়মান হয়না?
জন্ম নেয়াটাই ভুল ছিল!
ছিল মস্ত বড় অপরাধ!!
তাই ভুলে ভরা এই আমি,
আত্ব-স্বীকৃত আজীবন অপরাধী!
নিজ রায়ে যাবজ্জীবন কারাদন্ডের আসামী!!
জন্ম থেকেই জেলখানায় বন্দী আমি-
আজো সেই জেলখানায় আছি;
জন্ম নেয়ার অপরাধ ও ভুলে!
জেলখানার বন্দীত্বই .............
আমার করুণ প্রায়শ্চিত্য!!!