তেল মারাতে
উস্তাদ আমি-
তেলাই আমার নাম,
জব্বার-সব্বার
কলিমুদ্দির-
মুছি পায়ের ঘাম।


যোগ্য লোকের
দেইনা কদর-
সইনা ভাল কাজ,
দুমড়ে-মুচড়ে
দেই ভেঙ্গে দেই-
শিল্পীর কারুকাজ।


জ্ঞানী-গুণীর
উর্দ্ধগতি-
দেই করে দেই রুদ্ধ,
সবার আগে
স্বার্থ আমার-
নইলে ভীষণ ক্ষুব্ধ।


একতার ভীত
ভেঙ্গে দিতে-
খাটাই পেঁচিল মাথা,
মিষ্টি-মধুর
বচন মুখে-
হৃদে বিষের ব্যাথা।


কালো টাকার
মালিক যত-
পূজি তাদের সদা,
সবকিছুতে
তাদের স্মরি-
যাদের গরম গদা।