চিকন কালার-
ঘণ কালো এলো চুলের ভাঁজে ভাঁজে-
অবলীলায় দুলছে বাহারি সব বনফুল,
ফোঁকল দাঁতের উপল ধোওয়া স্বচ্ছ হাসি-
প্রবাহিত এক পাহাড়ী ঝরণা ।
উৎপল নয়ন জোঁড়ার অপলক দৃষ্টি নির্বাক-
যেনো বিষ মাখানো তীর ফলা,
উপুর্যপরি বৃষ্টি-
সৃষ্টি করে প্রেম কৃষ্টি,
ভালোবাসার রঙ্গীন নেশায় -
হয়ে যাই ইষ্টি তার।