কলঙ্কিনী ভূমধ্যসাগর সেদিন
স্বপ্নের মোড়কে আমার
জারি করেছিলো মৃত্যূর সমন।
ততক্ষণে কামনার মৃত্যূ ঘটলেও
মৃত্যুবরণ করে নি ইন্তেকাল,
কারণ পঞ্চমুখী এক আজব মানুষ সে,
একটা-না একটা মুখ তার
কোনো-না কোনোভাবেই খোলা রয়ে যায়;
বাতাসের সংমিশ্রণে যেখানে আবার মিলন ঘটে প্রাণের।