টালমাটাল জলের ঘাটে
বিবসনা ষোড়শীর
বারোমাসি স্নান-রোদ্দুর,
রস টলমল অঙ্গের
তেড়ে আসা পাহাড়ী ঢল
প্লাবিত করে স্বপ্নাবিষ্ট সবুজ মনোভূমি।
আটলান্টিক মৃগাক্ষীর যাদুময় ঘূর্ণিতে
উথলে ওঠা প্রেমোচ্ছাস..........
প্রশান্ত মহা সাগরের অশান্ত লহরীতে
সানাই সুরে গীত গায় প্রণয়ের।
মাজায় তার রুপোর মেখলা
গলে পুষ্পের সুশোভিত হার
কর্ণে ঝুলন্ত দুল-কাঞ্চন
কপোলে রঙিন ললাটিকা
হাতে সফেদ শঙ্খ বলয়
পায়ে রিমিঝিমি নূপুরের ছন্দ।
দু পাটের সিঁথিকাটা কেশ
আফ্রো-জিরাফি গলা-গ্রীবা
সুবিশাল বক্ষের সুডৌল স্তন বল্লম
সুকান্ত পেট আর গোলক নাভিপদ্ম
মাংসল নিতম্বের মাতাল তালে....
নৃত্য করে নিত্য বাংলা মদের চরম নেশায়।