গভীর রাত আরও গভীর
হারিয়ে যাবার বেলা
হাত ফসকে যাওয়ার আগে,
জীবন নিয়ে খেলা।


ভাগ্য চলে নিজের মতন
আমার কিবা শোক,
ভাগ্য ফেরার আগে কেবল
স্বপ্ন দেখার ঝোঁক।


আকাশপানে চোখ মেলেছি..
দুচোখ জুড়ে ঢেউ,
ঢেউ ছাপিয়ে স্বপ্ন নিয়ে
সামনে এলো কেউ।


আশঙ্কা তো মনের দোষ
মনই কেবল জানে,
জোৎস্না রাতে চাঁদটা যেমন,
স্বপ্ন তেমন টানে।


ভাগ্য আবার ডাক দিয়েছে ,
ভোরটা যেমন জাগে।
হিসেব কিছু থাকলো বাকি
ভেসে যাবার আগে।।