একুশ শতকে থার্টি-ফাস্ট নাইট মডার্ন শব্দ
আমাদের দাদা পর দাদাদের কথা বাদই দিলাম
বাপ-চাচারাও এসব ঠিক মতো বুঝে না
দে অল আর ব্যাকডেটেড পিপল।


আধুনিক যুগে জন্মেছি বলেই আমি থার্টি-ফাস্ট বুঝি
আতশবাজি আর পটকা ফুটাই, মধ্যরাতে পাড়ার মাঠে ড্যান্স করি
মদ পান আমি করিনে, ওসব শহুরে ছেলেদের কাজ
আমি কেবল যুগের সাথে তাল মেলাই!


ইদানীং থার্টি-ফাস্টের আগের রাতে ছেলে-মেয়েরা টাকা চাই,
ভার্সিটিতে সহপাঠিরা মিলে থার্টি-ফাস্ট নাইট সেলিব্রেট করবে
কিছু বলতে গিয়ে থেমে যায়, স্ত্রীর চোখে তাকাতেই মনে পড়ে—
পৃথিবীতে বাবাদের কোনো তফাৎ নেই, আছে কেবল যুগের তফাৎ
উই অল আর ব্যাকডেটেড পিপল।