অবদ্দা, আঁই তোঁয়ারে আর ন ডরাই
এহন আঁর বয়সও তিরিশ
তুমি হয়তো বুঝতেছ  না, হারণ তোঁয়ার বয়স বেশি
মাথায় তোঁয়ার হাজ ন গরের আগুর মতো—
তুঁই গরোদে দালালি, অবাই— পরা-লেহা নাই,
আঁই অবদ্দা মাস্টার্স পাশ,
আল্লাই দিলি এহন, শতে শতে মানুষ চরাই
অবদ্দা,  আঁই তোঁয়ারে এহন আর ন ডরাই!


তুঁই অবদ্দা রাস্তা মাপঅ ওইন্ন মিইক্কে যাই
আত্তুন শরম লাই তোঁয়ারল্লই হতা হইবেল্লাই
তুঁই গরদে পলিটিক্স অবদ্দা, জিয়েন আঁই ন-বুঝি
তুঁই গরদে চামচামি, আঁই গরি দি চরি
তারপরও আঁই হনো দিন ন গরি বড়াই
আজিয়ে উধু ইয়েন হইতাম চাই
অবদ্দা, আঁই তোঁয়ারে এহন আর ন ডরাই!