ভালো হতে আমার খালি দেরি হয়ে যায়
নামাজীর ইমান-আমল দেখে
আমি নিজে নিজে আফসোস করি রোজ
খারাপ কাজ করতে গিয়ে পুনরায় ভাবি
পরদিন হয়তো পাবো,ভালো পথের খোঁজ।


পৃথিবীতে আমি ভালো হয়ে যেতে পারতাম
কোনো আইনের ভয়ে, হঠাৎ কারো মৃত্যু দেখে
পিষ্ট হয়ে নিয়ম-শৃঙখলার তলায়।


আমার ভালো হওয়ার প্রতিজ্ঞা রোজ হারিয়ে যায়
আমার ইমানদার হওয়ার বাসনা আজ বিলুপ্ত প্রায়


পৃথিবীতে আমি ভালো হতে পারতাম
অসহায় গরিবদের সাহায্য সহযোগিতা করে
বাজেটের টাকায় মসজিদ মাদ্রাসা স্থাপনে।


মসজিদের বাজেটের টাকায় আমি মদের ব্যবসা করি
আমিও এক চুমুক মদ খেয়ে ভাবি
আমি আর কোনোদিন মদ খাবো না।


মাতলামি কেটে গেলে দেখি
এক অপরিচিত রমণী শুয়ে আছে বিছানায়।



প্যারোডি কবিতা: আমার বাসনা
কবি: আসহাবে কাহাফ


মূল কবিতা: অমরতা
কবি: ইমতিয়াজ মাহমুদ